গাম্বিয়ার মতো আফ্রিকার বিভিন্ন দেশে রাসায়নিক সারের মূল্য সম্প্রতি অনেক বেড়ে গেছে।
এর ফলে বিপদে পড়েছে দেশটির ক্ষুদ্র চাষীরা।
এই সমস্যার সমাধান নিয়ে এসেছে নারীদের একটি দল যারা জৈব সার দিয়ে চাষাবাদ করছেন।
রাজধানী বাঞ্জুলের পশ্চিমের বাকাও শহরে নারীরা কিভাবে জৈব সার দিয়ে শাক সবজি ফলিয়ে বাজারে বিক্রি করছেন সেই গল্প শোনাচ্ছেন এনকেচি ওগবনা, পরিবেশন করছেন মিজানুর রহমান খান।
Leave a Reply