1. admin@ritekrishi.com : ritekrishi :
  2. ritekrishi@gmail.com : ritekrishi01 :
সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটলেন তিন মন্ত্রী
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটলেন তিন মন্ত্রী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২১৫ পড়া হয়েছে

সুনামগঞ্জের হাওরে এখন বোরো ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার উৎসব চলছে। আজ বুধবার এই উৎসবে শামিল হয়ে হাওরে কৃষকের সঙ্গে বোরো ধান কাটলেন দুই মন্ত্রী ও এক উপমন্ত্রী। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে দুপুরে ধানকাটার উৎসব হয়।

উৎসবে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। উপজেলার পশ্চিমপাগলা ইউনিয়নের চাদনীগাঁও গ্রামের পাশের হাওরে কৃষক আবদুল হেকিম ও আবদুল গণির জমির ধান কাটেন তাঁরা।

হাওরে ধান কাটা উৎসব উপলক্ষে পরে জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে ওই দুই মন্ত্রী ও এক উপমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার প্রমুখ।

ধান কাটার উৎসবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমরা প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারব না, এটা উচিতও নয়। তবে এটা মেনে নিয়েই প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।’ তিনি আরও বলেন, ‘ঝড়, বৃষ্টি, বন্যা হবেই। এটা আটকাতে পারব না। তবে বৈজ্ঞানিকভাবে যেটা করতে হবে, তা হলো ধানের সময় এগিয়ে নিয়ে আসা। ১২০ দিনের স্থলে ১০০, ৯০ দিন করা। এটা সম্ভব। বিশ্বে বিভিন্ন দেশে হচ্ছে। আমাদেরও গবেষণা আছে। এটা করতে পারলেই হাওরের ফসল ঝুঁকিতে পড়বে না।’

এম এ মান্নান আরও বলেন, হাওরে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করে আর কোনো রাস্তাঘাট হবে না। এখন উড়ালসড়ক হবে। সুনামগঞ্জে ইতিমধ্যে উড়ালসড়কের কাজ শুরু হয়েছে।

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এবার হাওরে এসে ভালো লাগছে জানিয়ে বলেন, ‘এবার বোরোর ফসল ভালো হয়েছে, কৃষকেরা খুশি, আমরাও খুশি। ইতিমধ্যে ৩০ ভাগ ধান কাটা শেষ হয়ে গেছে।’ হাওরে এবার এক হাজার হারভেস্টার দিয়ে ধান কাো হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, হাওরের ফসল খুবই গুরুত্বপূর্ণ। যে বছর হাওরে ফসলহানি হয়, সে বছর দেশে খাদ্যসংকট দেখা দেয়। তাই সরকার হাওরের ফসল রক্ষায় খুবই আন্তরিক। এ বছর ধানের যে দর নির্ধারণ করা হয়েছে, তা থেকে কৃষকেরা অনেক লাভবান হবেন।
হাওরে ধান কাটা উৎসবে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।

সূত্র : প্রথম আলো

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD