1. admin@ritekrishi.com : ritekrishi :
  2. ritekrishi@gmail.com : ritekrishi01 :
শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা - Rite Krishi Shop
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩০১ পড়া হয়েছে

শীত সামনে রেখে আগাম শাক-সবজি চাষে ব্যস্ত কুমিল্লার তিতাস উপজেলার কৃষকেরা। ইতিমধ্যে উপজেলার বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে বাজারে শাক-সবজির দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা। ফলে চড়া দামে চারা কিনতে হলেও বেশি দাম পাওয়ার আশায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নে ৪৫০ হেক্টর জমিতে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মুলা, পালংশাক, বেগুন, শিম, বরবটিসহ বিভিন্ন শাক-সবজির আবাদ হয়েছে।
উপজেলার ইউসুফপুর, গাজীপুর, ঐশারচর ও কদমতলী গ্রাম ঘুরে দেখা গেছে, কৃষকেরা শীতের সবজিখেতে কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ কীটনাশক দিচ্ছেন। বেড়ে উঠছে শাক-সবজির চারা। অনেকেই ইতিমধ্যে মুলা, মুলা শাক, লাউ ও লালশাক বিক্রি শুরু করেছেন।
কদমতলী গ্রামের বাসিন্দা কৃষক আলমগীর হোসেন বলেন, ‘গত বছর ৪ হাজার ফুলকপির চারা কিনেছি ১ হাজার ৪০০ টাকায়। এ বছর এক হাজার চারার দাম ১ হাজার ৮০০ টাকা। ৪ হাজার চারা কিনেছি ৭ হাজার ২০০ টাকা দিয়ে।’
আলমগীর আরও বলেন, ‘প্রতিবছর তিন-চার কানি জমিতে সবজি চাষ করতাম। এ বছর সার ও বীজের দাম বেশি হওয়ায় ৩১ শতক জমিতে ফুলকপি চাষ করেছি। তবে বাজারে এ বছর সবজির দাম অনেক বেশি। আশা করি চাষাবাদের খরচ উঠবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, এ বছর শীতের শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫০ হেক্টর জমিতে। এর মধ্যে টমেটো ৫৬ হেক্টর, লাউ ৪৬ হেক্টর, লালশাক ৪৬ হেক্টর, মুলা ৩৭ হেক্টর, বেগুন ২৮ হেক্টর ও শিম ৪৫ হেক্টর। এ ছাড়া ১৯২ হেক্টর জমিতে অন্যান্য শাকসবজির আবাদ করা হয়েছে।

‘তবে মাঠ পর্যায়ে শাক-সবজি চাষের ওপর কৃষকদের পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করে আসছি। যাঁরা বসতবাড়িতে শাক-সবজি চাষ করেন, তাঁদের আমরা সার, বীজসহ আনুষঙ্গিক সহযোগিতা দিচ্ছি।’ যুক্ত করেন এই কর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD