1. admin@ritekrishi.com : ritekrishi :
  2. ritekrishi@gmail.com : ritekrishi01 :
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পটুয়াখালীতে ভেসে গেছে পুকুরের মাছ - Rite Krishi Shop
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পটুয়াখালীতে ভেসে গেছে পুকুরের মাছ

  • আপডেটের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩০৯ পড়া হয়েছে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পটুয়াখালীতে শতাধিক ঘের-পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়া ১ হাজার ৫৫০ হেক্টর আমন এবং ৩০০ হেক্টর শাক-সবজির ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা এস. এম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা যতটা আশঙ্কা করেছিলাম, সে তুলনায় কিছুই হয়নি। অমাবস্যা ও পূর্ণিমার ‘জো’র মতো জোয়ারের পানি হয়েছে। এতে স্বাভাবিকভাবে নিম্নাঞ্চল এবং বেড়িবাঁধের বাইরের ঘের ও পুকুর তলিয়ে কিছু মাছের ক্ষতি হতে পারে। সেটা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি নয়।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (চলতি দায়িত্বে) খাইরুল ইসলাম মল্লিক বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে এ জেলায় কৃষিক্ষেত্রে ১ হাজার ৫৫০ হেক্টর আমন এবং ৩০০ হেক্টর শাক-সবজির ক্ষতি হয়েছে। এ ছাড়া কোনো কোনো জায়গায় কৃষকদের উপকারও হয়েছে। যেখানে এত দিন পানি ছিল না, সেখানকার কৃষকের খেতে পানির সুবিধা হয়েছে এ ঘূর্ণিঝড়ের মাধ্যমে।’

সূত্রঃ আজকের পত্রিকা

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD