জেলার পীরগঞ্জে আজ সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কালে সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা কশিরুল আলম।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ, পীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, লোহাগাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্রনাথ, প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম ও বুলবুল আহামেদ,সাংবাদিক দ্বীপেন রায়, দুলাল সরকার, জেডি অটো রাইস মিল মালিক দুলাল, রনি অটো রাইস মিলের মালিক রনি ও বিভিন্ন হাস্কিং মিল মালিকরা উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা বেগম জানান, চলতি মৌসুমে সরকারি ভাবে ৪৪ টাকা কেজি দরে ৪ হাজার ৯৮০ টন চাল এবং ৩০ টাকা কেজি দরে ১ হাজার ৪৯ টন ধান সংগ্রহ করা হবে। অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত । এ অভিযানে আমরা টার্গেট পূরণে যথাসাধ্য চেষ্টা করবো বলেও জানান তিনি।
সূত্র : বাসস
Leave a Reply