1. admin@ritekrishi.com : ritekrishi :
  2. ritekrishi@gmail.com : ritekrishi01 :
বগুড়ায় কৃষকেরা ১০টি ফসল আবাদের জন্য প্রণোদনা পাচ্ছেন
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

বগুড়ায় কৃষকেরা ১০টি ফসল আবাদের জন্য প্রণোদনা পাচ্ছেন

  • আপডেটের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৩৭৩ পড়া হয়েছে

জেলায় ১০টি ফসলের জন্য কৃষকদের প্রায় সাড়ে ৫ কোটি টাকার উপকরণ প্রণোদনা দেয়া হচ্ছে।

প্রণোদনার মধ্যে আছে বিঘা প্রতি ১ জন কৃষককে ফসলের বীজ দেয়া হচ্ছে ১০ কেজি, ১০ কেজি করে এমওপি ও ১০কেজি করে ডিএপি সার। এতে ৫৫ হাজার ৬৯০ বিঘাতে সমসংখ্যক কৃষক প্রণোদনার আওতায় আসবে।

জেলার ১২টি উপজেলায় গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখি, শীতকালীন পেঁয়াজ, মুগ, মশুর, চিনাবাদাম ও মাশকলাইয়েরর জন্য ৫ কোিট ৪৮ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার উপকরণ প্রদান করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলক মাতুূলবর রহমান জানান ইতোমধ্যে জেলা সদর, শেরপুরগাবতলী, শিবগঞ্জ, দুপচাঁচিয়া ও আদমদিঘী উপজেলায় উপকরণ আংশিক বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপকরণ বিতরণ করা হবে। আমন ধান না কাটা পর্যন্ত অনেক উপকরণ বিতরণ করা যাচ্ছে না।

কৃষি কর্মকর্তা জানান, সয়াবিনের ব্যবহার কমাতে সবচেয়ে বেশি প্রণোদনা সরিষাতে। সরিষাতে ৩৬ হাজার ৬০০ বিঘাতে প্রণোদনা দেয়া হচ্ছে। তিনি জানান, আমদািন নির্ভর সয়াবিনের উপর নির্ভরতা কমাতে সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে।

সূত্র :বাসস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD