1. admin@ritekrishi.com : ritekrishi :
  2. ritekrishi@gmail.com : ritekrishi01 :
জেলায় পীরগঞ্জে ১৬৫০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

জেলায় পীরগঞ্জে ১৬৫০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৪৮ পড়া হয়েছে

জেলার পীরগঞ্জে রবি মৌসুমে ১৬৫০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে শীতকালিন পেঁয়াজে ১৬৫০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের চাষ হয়। এ বছর বাম্পার ফলনের পাশাপাশি পেঁয়াজের দাম ভালো হওয়ার বেজায় খুশি পেঁয়াজ চাষী কৃষকরা।

রংপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান, কৃষি বান্ধব সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে উচ্চ মূল্যের পেঁযাজ জেলার ৮টি উপজেলা ও মেট্রো এলাকায় রবি মৌসুমে শীতকালিন পেঁয়াজ মেট্রো এলাকায় ৪৫ হেক্টর জমিতে, সদর উপজেলায় ১০৪ হেক্টর জমিতে, কাউনিয়া উপজেলায় ২০২ হেক্টর জমিতে, গঙ্গাচড়া উপজেলায় ১৩৮ হেক্টর জমিতে, মিঠাপুকুর উপজেলায় ২০৯ হেক্টর জমিতে, পীরগঞ্জ উপজেলায় ২০২২ হেক্টর জমিতে, পীরগাছা উপজেলায় ২৪৭ হেক্টর জমিতে, বদরগঞ্জ উপজেলায় ৮৪ হেক্টর জমিতে, তারাগঞ্জ উপজেলায় ৪৪৯ হেক্টর জমিসহ সর্বমোট ৩৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল।

তিনি জানান, মেট্রো এলাকায় ৬৪১ মেট্রিকটন, সদর উপজেলায় ১৪৮২ মেট্রিকটন, কাউনিয়া উপজেলায় ২৮৭৯ মেট্রিকটন, গঙ্গাচড়া উপজেলায় ১৯৬৭ মেট্রিকটন, মিঠাপুকুর উপজেলায় ২৯৭৮ মেট্রিকটন, পীরগঞ্জ উপজেলায় ২৮৮১৪ মেট্রিকটন, পীরগাছা উপজেলায় ৩৫২০ মেট্রিকটন, বদরগঞ্জ উপজেলায় ১১৯৭ মেট্রিকটন, তারাগঞ্জ উপজেলায় ৬৩৯৮ মেট্রিকটনসহ সর্বমোট ৪৯৮৭৫ মেট্রিকটন উৎপাদন হয়েছে।

রবি মৌসুমে শীতকালীন পেঁয়াজ চাষী উপজেলার ধুলগাড়ী গ্রামের তোফাজ্জ্বল হোসেন, কুমারগাড়ীর আব্দুর রহমান, এনামুল হক, দ্বাড়িকাপাড়ার মোস্তাফিজার রহমান, শাহাজান মিয়া, জয়নাল মিয়া, মাহামুদুল মন্ডল, এনামুল হক ও আতাউর রহমান জানান, ৫০ শতকের এক বিঘা, ৫০ শতকের ২ বিঘা, ২৫ শতক জমিতে আমরা পেঁয়াজ আবাদ করি। এ বছর বাম্পার ফলনের পাশাপাশি ভালো মুনাফা হয়েছে। কৃষকরা জানান, ২৫ শতক জমিতে পেঁয়াজ আবাদে খরচ হয়েছিল ৪০/৫০ হাজার টাকা। ওই পরিমান জমিতে ২২/২৩ মণ পেঁয়াজ ৪০০০ টাকা মণপ্রতি দরে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার বিক্রি হয়। এতে খরচ বাদে প্রতি ২৫ শতকে লাভ হয়েছে প্রায় ৭০/৮০ হাজার টাকা। আগামীতে ওই এলাকার পেঁয়াজ চাষী বাড়বে এমন ধারনা তাদের।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার জানান, কৃষি বান্ধব সরকারের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে নানামুখী তৎপরতা, পীরগঞ্জ উপজেলার স্থানীয় সাংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শ ও উদ্যোগে এবং স্থানীয় কৃষি বিভাগের কৃষক উদ্বুদ্ধকরণ এর ফলে পেঁয়াজ চাষ ও উৎপাদন এলাকা বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে জেলার মধ্য পীরগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ১৬৫০ হেক্টর জমিতে পেয়াজ চাষ হয়েছে।

জেলার রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান,
কৃষি বান্ধব সরকারের নানামুখী তৎপরতায় উচ্চমুল্যের পেঁয়াজ উৎপাদন পীরগঞ্জসহ অত্র অঞ্চলের বিভিন্ন জেলায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যথাযথ বাজার ব্যবস্থাপনা করতে পারলে আগামী রমজান মাসসহ পরবর্তী মৌসুম পর্যন্ত পেঁয়াজের সরবরাহ জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র :বাসস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD